দুর্নীতর দায়ে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা : দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ সোমবার শূন্য ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম। তিন দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে ইউনিয়নের সদস্যদের লিখিত অভিযোগের শুনানী শেষে গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের ভিত্তিতে ইউএনও পদ শূন্য ঘোষণা করে ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অভিযোগে যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পে অনিয়ম, ভিজিডি কার্ডসহ সরকারি অনুদানের তালিকায় অনিয়ম, ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স বিক্রয়, জমি নিবন্ধনসহ বিভিন্ন আয়ের উৎস থেকে প্রাপ্ত অর্থের কোনো হিসেব সদস্যদের দেননি। এসব অভিযোগ এনে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১২জন সদস্যের মধ্যে ১০জন অনাস্থা এনে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ৪ জুন পত্র দেন। অনাস্থা প্রস্তাবের শুনানী শেষে দিঘলিয়া উপজেলা খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় গত ১০ ডিসেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম ২১ ডিসেম্বর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একই সাথে প্রাক্তন চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।