“শরীফ আব্দুর রাকিব ছিলেন সফল ও দক্ষ রাজনীতিক”

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ আব্দুর রাকিবের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রীস আলী। দোয়া পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, শরীফ আব্দুর রাকিব ছিলেন একজন সফল ও দক্ষ রাজনীতিক। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য রাজনৈতিক কর্মী তৈরি করে গেছেন। সেই কর্মীরা আজ রাজনীতির বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠা লাভ করেছেন। নেতৃবৃন্দ বলেন, শরীফ আব্দুর রাকিব শুধু আওয়ামী লীগ নয়, আইনজীবীসহ সকল দলের ও মতের নেতাকর্মীর কাছে ছিলেন সমান জনপ্রিয়।


জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদের জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, আইনজীবীর সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, জাতীয় পার্টির নেতা মাহাবুব আলম বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক রায়, সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সভাপতি আবুল হোসেন, অ্যাড. গাজী আব্দুল কাদের, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, জেনারেল পাবলিক প্রসিকিউটর বাহাউদ্দিন ইকবাল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, অ্যাড. রবিউল হক সোজা, মিলন মিত্র প্রমুখ। সভায় শরীফ আব্দুর রাকিবের স্মৃতিচারণ করে নেতৃবৃন্দ আরও বলেন, ৭৫ এর পরে অনেক নেতাকে রাজপথে দেখা যায়নি, কিন্তু শরীফ আব্দুর রাকিব সেই কঠিন সময়েও বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগের আদর্শে অবিচল থেকে নেতকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন। হুট করে নয়, শরীফ আব্দুর রাকিব ধাপে ধাপে বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে নেতা হয়েছেন। তিনি ১৯৭৪ সালে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৮৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যায়ে ছাত্রদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী তৎকালীন এই ছাত্রনেতা শরীফ আব্দুর রাকিব। ২০০৭ আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের প্রতিবাদ করায় কারারুদ্ধ হন তিনি। তার মত নেতার আজ বড় প্রয়োজন।