চৌগাছায় বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবার যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নানা অপরাধে বেকারিসহ ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব চৌগাছা বাজারের মেসার্স রফিকুল স্টোরে অভিযান চালান। এ সময় তিনি পণ্যের মূল্য না থাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন প্যাকেটজাত আইসক্রিম বিক্রির অপরাধে দোকান মালিককে আড়াই হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে তিনি বাজারের রিপন স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি চৌগাছার পাঁচনামনা (কোটচাঁদপুর রোড) এলাকার লিমা বেকারিতে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাবার তৈরি এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকায় তিনি কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে কৃষি বিপণন অধিদফতরের মাঠ ও বাজার পরিদর্শক কুতুবউদ্দীন উপস্থিত ছিলেন।