ভ্রুণ হত্যার অভিযোগে স্ত্রীসহ তিন জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে ভ্রুণ হত্যার অভিযোগে স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করেছেন রুবেল হোসেন নামে এক ব্যক্তি। তিনি উপজেলার আমিনপুর গ্রামের বাসিন্দা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তার অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন-মনিরামপুর উপজেলার ফেদাইপুর গ্রামের জবেদ আলী গাজী, তার ছেলে মাহমুদুল হাসান লিটন এবং বাদী রুবেল হোসেনর স্ত্রী সুরাইয়া ইয়াসমিন মৌসুমী। মামলা সূত্রে জানা গেছে, বাদী রুবেল হোসেন কেশবপুর সমাজসেবা অধিদফতর কার্যালয়ে চাকরি করেন। ২০১৯ সালের ২৯ অক্টোবর তিনি সুরাইয়া ইয়াসমিন মৌসুমীকে বিয়ে করেন। এরপর তার স্ত্রী অন্তঃসত্ত্বা হলে গত ১১ ডিসেম্বর পিতার বাড়িতে বেড়াতে যান। কিন্তু সেখানে অপর দুই আসামির প্ররোচণায় গত ১৩ ডিসেম্বর মনিরামপুরের একটি কিনিকে গিয়ে গর্ভপাত ঘটান। পরদিন ১৪ ডিসেম্বর তিনি স্ত্রী মৌসুমীর সাথে ফোনে কথা বলে বিষয়টি জানতে পারেন। এ কারণে ভ্রুণ হত্যার অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।