যশোর শহরে বিজিবির হাতে ২০ সোনার বারসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার সকালে যশোরে সোনার বার নিতে এসে বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন ইমাদুল হোসেন (২৬) নামে এক যুবক। শহরের পৌরপার্কের সামনে থেকে সোনার ২০টি বারসহ তাকে আটক করা হয়। আটক ইমাদুল হোসেন শার্শা উপজেলার উত্তর কাগজপুকুর এলাকার আসলাম হোসেনের ছেলে। যশোরের ৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা দুপুরে তাদের সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সোনা চোরাচালানীদের একটি চক্র রাজধানী ঢাকা থেকে সোনার বার নিয়ে যশোরে আসে। ওই চক্রের বেনাপোল এলাকার সদস্য ইমাদুল গতকাল সকালে যশোরে এসে তাদের কাছ থেকে সোনার ২০টি বার বুঝে নেন। যশোর শহরের একটি ঘরে বসে সোনার বার হাতবদল করা হয়। ইমাদুল বিশেষ কায়দায় দুটি পায়ের উরুর সাথে বেঁধে রাখেন সোনার বার। এরপর তিনি রুট পরিবর্তন করে পৌরপার্কের সামনে হয়ে যাওয়ার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ছয়টার দিকে সেখান থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে সোনার ২০টি বার উদ্ধার করা হয়। যার পরিমাণ ২ কেজি ৩৩৪ গ্রাম। এই সোনার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাদুল এর আগে তিন দফা সোনা পাচার করেছেন বলে স্বীকার করেন। তবে নিজেকে বহনকারী হিসেবে দাবি করেছেন।