কেক কাটা আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বড়দিনের কর্মসূচি শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ ‘বড়দিন’ উপলক্ষে যশোরে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা বের করেছে যশোরের খ্রিস্টান ধর্মের অনুসারীরা। সোমবার সকালে খ্রীষ্ট ধর্মের অনুসারীদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাথলিক চার্চের সহ-সভাপতি ডা. থিয়পিল অসিত চক্রবর্ত্তী, খ্রিষ্টান কো- অপারেটিভ যশোরের চেয়ারম্যান নির্মল হালদার, সভাপতি ফাডার মৃত্যুঞ্জয়, সম্পাদক টিটু সরকার, প্যারিস কাউন্সিলের সদস্য অ্যাগুসটিনা সরকার, জন পল বিশ^াস, যোগেশ দাসসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। একই দিন বিকালে যশোর শহরের ক্রাইষ্ট চার্চ ট্রেড স্কুল (সিসিটিএস) মিলনায়তনে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মেজর নিরাপদ দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ^াস, দপ্তর সম্পাদক ফিলিপ বাবলু বিশ^াস, কোষাধ্যক্ষ দিপ্তময় ভদ্র, তথ্য ও গবেষণা সম্পাদক সঞ্জয় রাসেল মন্ডল, প্রচার-সম্পাদক বিপ্লব সরকার, যশোর ক্যাথলিক চার্চের সহ-সভাপতি ডা. অসিত চক্রবর্ত্তী, যশোর ক্রাইষ্ট চার্চ ট্রেড স্কুল (সিসিটিএস) উপদেষ্টা গ্যাব্রিয়েল দেউড়ী, রেভাঃ রিচার্ড উত্তম বিশ^াস, খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্মল হালদার। এর আগে নেতৃবৃন্দ যশোর ক্রাইষ্ট চার্চ ট্রেড স্কুল (সিসিটিএস) প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।