প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র!

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোম সিকিউরিটিজের সাইবার সিকিউরিটি বিষয়ক প্রধান ক্রিস ক্রেবসকে তার পদ থেকে বরখাস্ত করার পর তিনি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বন্ধ করতে তিনি ব্যর্থ হয়েছেন। রোববার তিনি এ কথা বলেছেন। এর আগে যুক্তরাষ্ট্র সরকারের দুই শ’ ফেডারেল এজেন্সি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়। সেই ‘পার্ল হারবার হ্যাকের’ প্রতিশোধ নেয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। তিনি রাশিয়ার অবকাঠামোতে এমন হামলার কথা বিবেচনা করছেন বলে খবর প্রকাশ করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এসব হামলার জন্য রাশিয়াকে সন্দেহজনকভাবে অভিযুক্ত করা হচ্ছে। তাই প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন টিম বিভিন্ন অপশন নিয়ে কাজ করছে। তবে এমন হামলায় জড়িত থাকার কথা প্রত্যাখ্যান করেছে মস্কো।
তবে রিপোর্ট প্রকাশ হয়েছে যে, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক অবরোধ দিতে পারেন জো বাইডেন। এ বিষয়ে জানেন এমন সূত্র এ কথা জানিয়ে বলেছেন, পাশাপাশি রাশিয়ার অবকাঠামোতে সাইবার হামলাও চালানো হতে পারে। এর আগে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জো বাইডেন রাশিয়ার বিষয়ে বলেন, তাদেরকে জবাবদিহিতা করতে হবে। অন্যদিকে ক্রিস ক্রেবস রোববার স্বীকার করেছেন, আমাদের চোখের সামনে দিয়ে ওই হ্যাকিং হয়েছে। আমরা এটাকে মিস করেছি। অন্যরাও বিষয়টি মিস করেছে।