যশোরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

0

পরিচ্ছন্নতা শ্রমিকদের প্রবিধানানুযায়ী মজুরি প্রদান, বর্জ্য সংগ্রহকারী ভ্যান চালক (বাঁশিওয়ালা) কাজে এনজিওদের অপতৎপরতা বন্ধ, ছাঁটাই বন্ধ ও অহরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকরি না দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে যশোর পৌরসভার হরিজনদের পক্ষ থেকে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। এর আগে বিক্ষোভ মিছিল লাল দীঘি পাড় থেকে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের দপ্তরে যান তারা।
স্মারকলিপি দেয়ার পর ডিসি কার্যালয়ের সামনে ও লাল দীঘি পাড়ে পথসভা করেন। পথসভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি রাজেন বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, প্রচার সম্পাদক আইয়ুব হোসেন ও দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস। পথসভায় যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল হরিজন, সহসভাপতি মন্টু ডোম, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহসম্পাদক হরিন লাল সরকার প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, এনজিও ‘মানবতা’ রার নামে এতোদিন হরিজন সম্প্রদায়েরকে বুঝিয়েছে যে, তারা হরিজনদের সামগ্রিক উন্নয়নের পে কাজ করছে। অথচ তাদের (এনজিও) মুনাফালোভী আসল চরিত্র ফুটে উঠেছে। হরিজনদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান পরিস্থিতিতে পৌরসভা থেকে যে যৎসামান্য বেতন তারা পান তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে কোন অবস্থাতেই ৩/৪ দিনের বেশি চলে না। ফলে প্রতিদিন লালদীঘি পাড়ে তাদের বসে থাকতে হয় সাধারণ মানুষের কাছ থেকে কাজ পাওয়ার জন্য। যে দিন কাজ পান সেদিন আহার জোটে আর যেদিন না পাই সেদিন অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হয় বলে দাবি তাদের।–বিজ্ঞপ্তি