হাসপাতালের লিফটে আটকা পড়ে হৃদরোগে আক্রান্ত রোগীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লিফটের ভেতর আটকা পড়ে হৃদরোগে আক্রান্ত রোগী অমেদ আলী (৬৫) মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে তাকে করোনারি কেয়ার ইউনিটের ৩য় তলায় ওঠানোর সময় এ ঘটনা ঘটে। মৃত অমেদ আলীর বাড়ি ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামে।
স্বজনরা জানিয়েছেন, অমেদ আলী এদিন রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৯টা ২০ মিনিটের দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে ভর্তি করে অমেদ আলীকে নেয়া হয় করোনারী কেয়ার ইউনিটে। রাত সাড়ে ১০টার দিকে লিফটের মাধ্যমে ৩য় তলায় তোলার সময় পুরনো লিফটটি বিকল হয়ে পড়ে। তখন লিফটের ভিতর আটকা পড়ে মৃত্যু হয় অমেদ আলীর। এ সময় মৃতের স্বজনরা হৈ-চৈ শুরু করেন। এভাবে আধাঘন্টা অতিবাহিত হওয়ার পর লোকজন এসে লিফট খুলে মৃত অমেদ আলী ও তার স্বজনদের উদ্ধার করেন। এ অবস্থায় তাকে ওয়ার্ডে নেয়া হয় এবং মৃত্যুর সময় উল্লেখ করা হয় রাত ১০টা ৪০ মিনিট। ডা. জান্নাতি এ সময় উল্লেখ করে তার মৃত্যু ঘোষণা করেন। তবে রোগী ও হাসপাতালের লোকজনের বক্তব্য হচ্ছে, প্রায় আধাঘন্টা লিফটের ভেতর তারা আটকা ছিলেন। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, লিফটে আটকা পড়ে রোগী মরে না। মরতে ২/৩ ঘন্টা সময় লাগে। রোগীর অবস্থা খারাপ ছিল তাই মারা গেছে।