যশোরে বাসের নিচে চাপা পড়ে দুই মাদ্রাসাছাত্র নিহত, আহত ৩০

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-মাগুরা সড়কের হুদা রাজাপুর মোড়ে গতকাল দুপুরে বাসের নিচে চাপা পড়ে দুই মাদ্রাসাছাত্র নিহত এবং ৩০ যাত্রী আহত হয়েছেন। মাগুরা থেকে একটি বাস যশোর আসার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভেতর ১৭ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই ছাত্র হচ্ছে- ঝিনাইদহের শৈলকুপার রিয়াশপুর গ্রামের শরাফত হোসেনের পুত্র শাহিন হোসেন (১৭) ও যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছাত্র মেহেদী হাসান (১৭)। তারা যশোর সদর উপজেলার রাজাপুর সামিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। মাদ্রাসা কমিটির সভাপতি মো. রেজাউল ইসলাম জানিয়েছেন, শনিবার বেলা আড়াইটার দিকে শাহিন ও মেহেদী হাসান রাজাপুর লজিং বাড়িতে খেতে যাচ্ছিল। হুদা রাজাপুর মোড়ে পৌঁছালে মাগুরা থেকে যাত্রীবাহী একটি বাস যশোর শহরে আসার পথে দুই ছাত্রকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন বাসটি রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে শাহিন হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় মেহেদী হাসানসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী।
পরে যশোর থেকে ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। তারা এলাকাবাসীর সহায়তায় আহত ১৭ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। সেখানে মেহেদী হাসান মারা যান। আহতরা হচ্ছেন- সদর উপজেলার বাউলিয়া গ্রামের সেলিম হোসেন (৩৫), তার ৪ বছরের শিশুপুত্র আরাফাত, দেড় বছরের তামিম, মাগুরার শিবপুর গ্রামের রবিন্দ্রনাথ (৩২), আব্দুল আজিজ (৪৫), তার স্ত্রী মরিয়ম বেগম (৪৬), সদর উপজেলার সুজলপুরের জাহিদুল ইসলামের স্ত্রী লিমা (৩০) তার কন্যা জাকিয়া সুলতানা (২০), মাগুরার কোটিয়া গ্রামের আকবর আলীর স্ত্রী ভানু বেগম (৫০), যশোর সদরের চানপুরের শিমুল হোসেন (৪৫), তার ছেলে ইশান (৪), কন্যা মিমা (১৩), মাগুরার শ্রীপুরের রবিউল ইসলাম (৪১), সেলিমের স্ত্রী মনোয়ারা (৫০), কন্যা তাসলিমা (১৮), যশোর সদরের কচুয়া গ্রামের শামীম আহমেদ (৩২), চৌগাছা উপজেলার আড়কান্দি গ্রামের আকিদুল (৩০), মনিরুজ্জামান (৩০) আহত অন্যরা নিজ দায়িত্ব চিকিৎসা নিচ্ছেন।