যশোরে চিকিৎসকসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল চিকিৎসকসহ আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫শ’ ৬৩ জন। আক্রান্তদের ভেতর সুস্থ হয়েছেন ৪ হাজার ২শ’ ৫৭ জন। যশোর সিভিল সার্জন অফিসের দৈনন্দিন প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল যশোর বিজ্ঞান ও ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৬৪টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে ১০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। নমুনা পরীক্ষার সংখ্যা অনুযায়ী গড়ে ৬ জনে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ভেতর যশোর সদরে ৮ জন, ঝিকরগাছা ও শার্শায় ১ জন করে ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। আক্রান্তরা হলেন- যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার ডা. মো. রমিজ উদ্দিন (৩০), যশোর ২৫০ শয্যা হাসপাতালের তপসী দাস (৪২), গণপূর্ত বিভাগের মো. আব্দুস সাত্তার (৪২), সদরের হামিদা বেগম (৫০), পুরাতন কসবা কাজীপাড়ার আইরিন সুলতানা (৩৫), চাঁচড়ার আবু সাইদ (৫৮), শার্শার শিকারপুরের মাসুম বিল্লাহ (৩৩), সাথী (২৮), ভবেরবেড় গ্রামের ফারুক আহমেদ (৩৬) ও ঝিকরগাছার কৃষ্ণনগরের কাজী আরমান হোসেন (৩৮)।