যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার প্রেস ক্লাব যশোর মিলনায়তনে জেইউজে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন। যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল। মঞ্চে ছিলেন সহসভাপতি প্রণব দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, সদস্য শফিক সায়িদ ও জিয়াউল হক। সাধারণ সভার উদ্বোধনী পর্ব শেষে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতে জেইউজে’র প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় মূল অধিবেশন। সাংগঠনিক এই পর্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করা হয়। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রতিবেদন পেশ করেন। এছাড়া কমিটির কোষাধ্যক্ষ মারুফ কবীর সংগৃহীত অর্থ জমা-খরচের বিবরণ তুলে ধরেন। সাধারণ সভায় উপস্থিত জেইউজে’র সদস্যদের সম্মতিতে রিপোর্ট দুটি গৃহীত হয়।