ম্যানসিটি-এভারটনের জয়

0

লোকসমাজ ডেস্ক॥ ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচে জিতেছে ম্যানচেস্টার সিটি আর এভারটন। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ সাউদাম্পটনে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানসিটি, নিজেদের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে এভারটন। সাউদাম্পটন- ম্যানচেস্টার সিটির ম্যাচে দুই দলই লড়েছে সমান তালে। তবে ম্যাচের ১৬ মিনিটে পাওয়া গোলই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে ম্যানসিটিকে। গোলটি করেন রহিম স্টার্লিং। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে ম্যানসিটি। হারলেও ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তাদের ঠিক ওপরে (পঞ্চম অবস্থানে) সাউদাম্পটন।
এদিকে আরও একবার হারের তিক্ত স্বাদ পেয়েছে আর্সেনাল। কোণঠাসা দলটিকে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির এভারটন। ২২ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ৩৫ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে সমতায় ফেরান নিকোলাস পেপে। প্রথমার্ধের শেষদিকে ৪৫ মিনিটের মাথায় এভারটনের হয়ে জয়সূচক গোলটি করেন ইয়েরি মিনা। এতে ১৪ ম্যাচে ৮ জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দুই নম্বরে উঠে এসেছে এভারটন। ১৪ ম্যাচে মাত্র ৪ জয় আর ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আর্সেনাল।