যশোরের আলোচিত ফেরদৌস শেখ হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের আলোচিত ফেরদৌস শেখ হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। নিহত ফেরদৌস নাজির শংকরপুর এলাকার আনিছুরের বাড়ির ভাড়াটিয়া আজাদ শেখের ছেলে। অভিযুক্তরা হলেন, – শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মেসিয়ার খোকনের ছেলে সাব্বির, শংকরপুর বটতলা মসজিদের মেজোর ছেলে আকাশ, শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকার রোস্তম আলীর ছেলে শিপন, একই এলাকার আনুর ছেলে শাকিব, নাজির শংকরপুর ছোটনের মোড়ের আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক ওরফে অনি, শংকরপুর চাকলাদার পাম্পের পাশের তরিকুলের ছেলে বাঁধন, রেলগেট এলাকার খোকনের ছেলে অন্তর ইসলাম। এছাড়া মামলার এজাহার ভুক্ত আসামি ফয়েজের বাবার নাম দেয়া ছিলোনা বলে তাকে সনাক্ত করা যায়নি। নাজির শংকরপুর ছোটনের মোড়ের আলার ছেলে এ ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয় প্রমাণ পাওয়া যায়নি বলে বলে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা ডিআইডি যশোর জেলার পুলিশ ইন্সপেক্টর মহানন্দ সিং। একই সাথে এ হত্যা মামলা থেকে রাজার অব্যহতির আবেদন জানিয়েছেন তিনি।
উল্লেখ, গত বছরের ১৩ জুন দুপুরে ফেরদৌসকে আসামিরা শহরের শংকরপুর সন্যাসীর দিঘিরপাড় এলাকায় ডেকে নিয়ে যেয়ে ছুরিকাহত করে। পরে ফেরদৌসের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা শহরের নাজির শংকরপুরের আজাদ হোসেন নয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অভিযোগে বাদী বলেন, সাব্বির হোসেন, আকাশ হোসেন, সিপন হোসেন, সাকিব হোসেন এবং অন্তর ইসলাম ঘটনাস্থলে গিয়ে ফেরদৌসের সাথে কথা কাটাকাটি শুরু করে। এরই মধ্যে সাব্বির সহ অন্যরা ছুরি দিয়ে ফেরদৌসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সটকে পরে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।