শ্যামনগরে রাস্তা নির্মাণকাজে নিম্নমাণের ইট ব্যবহারের অভিযোগ

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের জেড আর মৌতলা হতে তেঘরিয়া হাট রোড পর্যন্ত নির্মাণাধীন রাস্তার কাজে নিম্মমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, ২০২০- ২১ অর্থ বছরে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার কাজটি ঠিকাদারীর দায়িত্ব পান সাতক্ষীরার কাটিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান লিটু।সডিঊিল অনুযায়ী কাজ করার কথা থাকলওে মানতে নারাজ ঠকিাদার মোস্তাফজিুর রহমান লটিু। নজিরে খয়োল খুশি মত নম্মিমানরে ইটরে খোয়া দিয়ে রাস্তা নির্মাণের কাজ করছেন। জনবহুল রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকার লোকজন মানসম্মত কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন বলেন, ‘ঠিকাদার জনবহুল চলাচলের রাস্তাটি সংষ্কার কাজে নিম্মমানের ইটের খোয়া ব্যবহার করায় ঠিকাদারকে ইটের খোয়া তুলে নিয়ে মানসম্মত ইটের ব্যবহারের জন্য বলেছি।’ শ্যামনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি অফিসার সামছুল আলম শামীম বলেন, নিম্মমানের ইটের খোয়া দিয়ে কাজ হচ্ছে দেখে আমি ওই খোয়ার ওপর ভালো মানের ইটের খোয়া দেওয়ার জন্য ঠিকাদারকে বলেছি।’