কপিলমুনি বাজারে সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ কপিলমুনি বাজারের কাঠগোলায় অবস্থিত সরকারি রাস্তার জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ুব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী। সরকারি রাস্তা সংলগ্ন জমির মালিকরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে প্রতিকার চেয়েছেন। স্থানীয় জমি মালিক মনজিলা খাতুনের লিখিত অভিযোগে জানা যায়, কপিলমুনি সদরের কাঠগোলা সংলগ্ন রাস্তাটি এতদিন উন্মুক্ত থাকলেও সম্প্রতি কিছু অতিলোভী ব্যক্তিগণ রাস্তাটির কিছু অংশ দখল করে কাঠের ঘর, দোকান ও এক পর্যায় বসবাস শুরু করেন। এরই ধারাবাহিকতায় জনৈক নিজাম গাজীও সেখানে বসবাস শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন নিষেধ করলেও নিজাম গাজী ঘর পাকাকরণের কাজ অব্যাহত রেখেছেন। অভিযোগ উঠেছে, নিজামের স্ত্রী স্থানীয় তহশিল অফিসে রান্না করার সুবাদে উর্ধতন কর্তৃপরে নাম ভাঙিয়ে বর্তমানে ওই সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন মনজিলা খাতুন। নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়টি সরেজমিন গিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সার্ভেয়ারকে নির্দেশ দেন।