সতীঘাটা আশরাফুল মাদ্রাসার আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের আশরাফুল মাদ্রাসার (সতীঘাটা মাদ্রাসার) আজীবন দাতা সদস্য সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেড় হাজারের বেশি দাতা সদস্য অংশ নেন। শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে কুরআন তিলাওয়াত, হাম-নাথ ও গজল পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। কুরআন তিলাওয়াত করেন, মাদ্রাসার ছাত্র আফিউর রহমান। সম্মেলনে মাদ্রাসা পরিচালক মাওলানা নাসীরুল্লাহ’র সভাপতিত্বে বয়ান করেন, মাদ্রাসার শিক্ষক সচিব মুফতি সিবলী সাদিক, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, মুফতি মাহবুবুর রহমান, মাও. আবু হুরাইয়া, মুফতি মাহমুদুল হাসান, মাও. ইমদাদুল হক, নাজিম উদ্দীন প্রমুখ। উল্লেখ, ২০০১ সালের ২১ ডিসেম্বর, দু বিঘা জমির ওপর স্বল্পসংখ্যক ছাত্র নিয়ে মাদ্রাসাটি চালু হয়। বর্তমানে মাদ্রাসার ১৩ বিঘা জমিতে সাত শতাধিক ছাত্র অধ্যয়নরত আছে। এছাড়া খুলনা বিভাগের মধ্যে মাদ্রাসাটি ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।