চৌগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলুন উড়িয়ে ছয় সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজী বিন সাদ, ডা. মাসুম বিল্লাহ, ডা. তাজিন, ডা. নাহিদ সিরাজ, ডা. আব্দুল্লাহ আল মামুন, যশোর সিভিল সার্জন অফিসের এসআইএমও তাসনিম মির্জা, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, চৌগাছা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক বিএম শফিকুজ্জামান রাজু, হাশেম আলী, রাজু আহাম্মেদ, আকরামুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, হাসান রেজা, সৌরভ রহমান বিপুল প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার লাকি বলেন, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনে ছয় সপ্তাহে উপজেলার ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৩৯ হাজার ৫শ ৭৯ শিশুকে টিকা দেওয়া হবে। তিনি বলেন, ২’শ ৯২টি স্থায়ী টিকা কেন্দ্রে নির্ধারিত দিনে এবং একই সাথে প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে।