চৌগাছায় আব্দুস সালামের বিরুদ্ধে অসত্য বক্তব্য প্রদান করা হয়েছে- :মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় চৌগাছা প্রেসকাবে এই সংবাদ সম্মেলনে চৌগাছা উপজেলার ২২ জন মুক্তিযোদ্ধা ও কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ বলেন, কতিপয় অমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত নয়, সরকারি নির্দেশনায় ভাতা বন্ধ আছে এমন কিছু ব্যক্তি কর্তৃক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বিরুদ্ধে মানববন্ধন ও অসত্য বক্তব্য প্রদান করা হয়েছে। তারা অভিযোগ করেন, যে ব্যক্তির পুত্রবধূ-নাতনিদের দিয়ে বিােভ করানো হয়েছে তিনি আদৌ মুক্তিযোদ্ধা নন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে যাচাই-বাছাইয়ে তিনি যে মুক্তিযোদ্ধা না হয়েও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা নিতেন তা প্রমাণিত হওয়ায় ভাতা স্থগিত রয়েছে। তাদের সাথে যে ৫/৭ ব্যক্তি ছিলেন তাদের কেউ কেউ মুক্তিযোদ্ধাই নন, আবার কেউ যুদ্ধাহত না হয়েও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা নিতেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় গত চার বছর ধরে তাদের ভাতা স্থগিত রয়েছে।
লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেন, ‘তিনদিন আগে আমরা ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছি। যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি, তখন একটি কুচক্রীমহল দেশের বিরুদ্ধে তথা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে অপকৌশলে মত্ত। ১৯৭১ এর পরাজিত শক্তি ও তাদের দোসর রাজাকার আলবদর আলসামস পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা যথাক্রমে রেজাউল ইসলাম, আব্দুস সাত্তার, ইমদাদুল হক ছবি, আরজান আলী, আতিয়ার রহমান, মোশারফ হোসেন, পরিতোষ কুমার, রওশন আলী, মোস্তফা জামান, আসাদুজ্জামান, ওলিয়ার রহমান, আবু বক্কর, আব্দুস সামাদ, সফিয়ার রহমান, রেজাউল ইসলাম, মহিউদ্দিন, তোফায়েল আহমেদ, হায়দার আলী, সহিদুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ জানুয়ারি থেকে চৌগাছায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হবে। যার সভাপতি স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এই যাচাই-বাছাই প্রক্রিয়াকে বিতর্কিত করতেই জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা না হওয়া কয়েকজন ব্যক্তি বিতর্কিত মানববন্ধন ও বিােভ করেছে।