অভয়নগরে দরিদ্রদের জন্য বাড়িঘর নির্মাণ কাজ পরিদর্শন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে মুজিব শতবর্ষে যাদের জমি নেই, ঘরও নেই এমন ৫৭টি দরিদ্র পরিবারের জন্য চলছে বাড়িঘর নির্মাণের কাজ। এরই ধারাবাহিকতায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৩৮ শতক জমির ওপর নির্মিত হচ্ছে ১৯টি বাড়িঘর নির্মাণের কাজ। শনিবার সকালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন এবং সহকারী কমিশনার (ভূমি) কে. এম রফিকুল ইসলাম এই নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শরীফ মো. রুবেল, উপসহকারী প্রকৌশলী নিত্যানন্দ বিশ্বাস, সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর আবদুল গফ্ফার বিশ্বাস, প্রেমবাগ ইউনিয়নের মহিলা মেম্বার হালিমা পারভীন, মেম্বার সাহাদত হোসেন, ওহাব লস্কার, থানা পুলিশের এএসআই শামীম আহমেদ প্রমুখ। এ ব্যাপারে ইউএনও মো. নাজমুল হুসেইন খাঁন জানান, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী যাদের জমি নেই, ঘরও নেই এমন পরিবারের জন্য ৫০ হাজার বাড়িঘর নির্মাণ কাজ শেষ হলে একযোগে তা উদ্বোধন করবেন।