মোল্লাহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের অলিয়ার রহমান শেখের মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ঘেরের বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ মারা গেছে। গত শুক্রবার রাতে ওই ঘেরে বিষ প্রয়োগ করলে রুই, কাতলা, কই, পুটিসহ সব ধরনের মাছ মরে ভেসে উঠে।
ক্ষতিগ্রস্ত অলিয়ার রহমান শেখ জানান, স্থানীয় টিপু বিশ্বাসের কাছ থেকে ঘের লিজ নিয়ে তিনি মাছ চাষ করেন। বিষ প্রয়োগে মাছ মরে যাওয়ায় তার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, পার্শ্ববর্তী এলাকার পিয়াল ও পিয়াস গত ১০ ডিসেম্বর তার ঘেরে জোরপূর্বক মাছ ধরলে বাধা দেয়া হয়। তখন তারা জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। অলিয়ার রহমানের ধারণা, তারা (পিয়াল-পিয়াস) পরিকল্পিতভাবে ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। তবে এ ব্যাপারে বক্তব্য জানতে পিয়াল ও পিয়াসের মুঠোফোনে কল দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। মোল্লাহাট থানা পুলিশের ওসি কাজী গোলাম কবির বলেন, ‘মাছ মরার বিষয়টি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’