বাঘারপাড়া প্রেসকাবের সাধারণ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ শনিবার দুপুরে যশোরের বাঘারপাড়া প্রেসকাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসকাবের বার্ষিক আয়-ব্যয়, উন্নয়ন ও প্রেসকাবের অভ্যন্তরিণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা চলাকালে নবাগত বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাকে বাঘারপাড়া প্রেসকাবের প থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসকাবের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, চন্দন দাস, লক্ষণ চন্দ্র মন্ডল, আজম আলী খান, আজিজুল ইসলাম, আব্দুর রব মিয়া, শাহজাহান সাজু, মোজাফ্ফর হোসেন, প্রদীপ বিশ্বাস, সাঈদ ইবনে হানিফ, রাকিব হোসেন, তরুন মন্ডল, শামীম রেজা, এম. এ আওয়াল ও আহাদ আলী।