জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত, ঘটনায় দুই তদন্ত কমিটি, গেটম্যানেরা পলাতক

0

লোকসমাজ ডেস্ক ॥ জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার ভোরের এ দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল এবং পুরানাপৈল রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান ঘুমাচ্ছিলেন বলে জানা গেছে। পুরানাপৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত এ কথা জানান। ঘটনার পর থেকে সেখানকার দুই গেটম্যান নয়ন ও রহমান পলাতক রয়েছেন। পুলিশ সুপার সালাম কবির জানান, শনিবার ভোর ৬টায় পার্বতীপুর থেকে রাজশাহীগামী ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় জয়পুরহাট শহর থেকে দিনাজপুরের হিলিগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়। ট্রেনটির ছয়টি চাকা লাইনচ্যুত হওয়ায় কিছুদূর গিয়ে সেটি থেমে যায়। ফলে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে বিভাগ। এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের প থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম রেজা হাসানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।এ ছাড়া রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।