ভৈরব নদীতে ডুবে ব্যবসায়ী জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির শোক

0

তিনদিন পর গতকাল শুক্রবার সকালে দৌলতপুর বাজার ব্যবসায়ী এস এম জিয়ার (৩২) মৃতদেহ নদীতে ভেসে ওঠে। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বাজার সমিতির নির্বাচনে ভাইয়ের নির্বাচনী প্রচারনায় ভৈরব নদীর ওপার যাবার পথে নদীতে পড়ে যান তিনি। এই ঘটনায় নিহতের পরিবারকে সান্তনা দিতে দৌলতপুর যান খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
গতকাল বাদ জুম্মা দৌলতপুর বেবিস্ট্যান্ডে নামাজে জানাযা শেষে তাকে গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। খুলনা মহানগর স্বেচ্ছাসেবকদলেল সহ সাধারণ সম্পাক এস এম শফির ভাই নদীতে ডুবে মর্মান্তিক ভাবে নিহত হওয়ার ঘটনায় খুলনা মহানগর বিএনপির সভায় শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতিসাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুলইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। —বিজ্ঞপ্তি