ওসমানপুরে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায় বাঘারপাড়ার গাড়ি প্রথম

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুরে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১৫টি গরুর গাড়ি অংশ নেয়। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত খেলা চলে। খেলা শুরুর আগেই বিস্তীর্ণ ফাঁকা ধান ক্ষেত কানায় কানায় ভরে ওঠে। দূর-দুরান্ত থেকে আসা নারী দর্শকের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক জাফর ইকবালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিমপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান সাগর। প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়ার সুখদেবনগরের মশিয়ারের গরুর গাড়ি প্রথম, চৌগাছার সৈয়দপুরের সজীব হোসেনের গাড়ি দ্বিতীয় ও বাঘারপাড়ার সাইটখালির ওয়ালিদের গরুর গাড়ি তৃতীয় স্থান অধিকার করে।