যশোর সাহিত্য পরিষদ কার্যালয় উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সাহিত্য পরিষদের কার্যালয় উচ্ছেদের প্রতিবাদে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল শুক্রবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনের সামনে জেলার কয়েক’শ সাংস্কৃতিক কর্মী মানবন্ধনে অংশ নেন। পরে তারা এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। গত বৃহস্পতিবার যশোর-বেনাপোল সড়ক সংস্কারের কাজ চলাকালীন জেলা পরিষদের ভেতরে অবস্থিত এ সাহিত্য চর্চা কেন্দ্রটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় সড়ক ও জনপথ বিভাগ। এসময় সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপত্তি জানালেও কোনো পাত্তা দেয়নি সড়ক বিভাগ। এতে চরম ক্ষুদ্ধ হয়ে ওঠেন সাংস্কৃতিক কর্মীরা।
যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্য শাহিন ইকবাল অভিযোগ করে বলেন, ‘যেহেতু আমরা জেলা পরিষদের বরাদ্দ দেওয়া ভবনের একটা অংশে কার্যক্রম চালাতাম, সেহেতু এখানে জেলা পরিষদের উচিৎ ছিল আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। কিন্তু তারা তা করেনি। আমাদের কোন চিঠিও দেয়নি। শুধু মৌখিকভাবে আমাদের সরে যেতে বলেছে। আমরা কোথায় আমাদের কার্যক্রম চালাবো সে বিষয়ে কোন সিদ্ধান্ত না দিয়ে এভাবে কার্যালয় ভেঙে দেওয়ার উদ্দেশ্যই বা কি, তা আমাদের মাথায় ঢুকছে না।’ তিনি জানান, যাতে সংগঠনটির কার্যক্রম চালানোর জন্য ভেঙে ফেলা ভবনের একটা অংশে অথবা জেলা পরিষদের কোন একটি ভবনে কার্যালয় স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হয় সেই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।সকাল সাড়ে দশটায় সাহিত্য পরিষদের ভেঙে ফেলা ভবনের সামনে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারুর নেতৃত্বে মানববন্ধন থেকে ভবন ভাঙার প্রতিবাদের পাশাপাশি সাহিত্য পরিষদ রারও জোর দাবি জানানো হয়। এ সময় তারা বলেন, প্রায় ৩৮ বছর ধরে ওই ভবনে যশোরের কবি, সাহিত্যিকরা সাহিত্য চর্চা করে আসছেন। কোনো কিছু না জানিয়ে আকস্মিক ভবনটি ভেঙে দেওয়ায় কবি, সাহিত্যিকরা মর্মাহত। এজন্য দ্রুত ভবনটি সংস্কার করে রার দাবি করেন তারা। মানববন্ধন শেষে নেতারা জেলা প্রশাসকের বাংলোয় যান। এসময় তারা জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ।মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহীন ইকবাল, সদস্য মাজেদ নেওয়াজ, সদস্য কামরুল হাসান, শামীমা ইয়াসমিন শম্পা, বিদ্যুৎ দে, পুনশ্চ যশোরের উপদেষ্টা সুকুমার দাস, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, তীর্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, ভৈরব সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সায়েদা বানু শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন।