নড়াইলে ইজিবাইকচালক রোহান হত্যাকাণ্ডে জড়িত আরও একজন গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে ইজিবাইকচালক আবু রোহান মোল্লা হত্যাকাণ্ডে জড়িত রমজান খাঁ (২২) নামে আরও এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। গত বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোরশেদুল আলম তার জবানবন্দি গ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইনসপেক্টর গাজী মো. মাহাবুবুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ নভেম্বর নড়াইলের তুলারামপুর ইউনিয়নের বামনহাটায় (মাইজপাড়া টু গাবতলা) রাস্তার পাশ থেকে ইজিবাইকচালক আবু রোহান মোল্লার (২০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চাঁনমিয়া মোল্লার ছেলে। হত্যার ঘটনায় নিহতের পিতা নড়াইল সদর থানায় মামলা করলে পিবিআই স্ব উদ্যোগে তদন্তের দায়িত্ব নেয়। এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত ২৭ নভেম্বর আল-মামুন (১৯), মাসুদ রানা (৩১) ও শাহিন শেখ (১৯) নামে ৩ যুবককে গ্রেফতার করে পিবিআই। আটকের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে দেয়া তাদের জবানবন্দির তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার আটক করা হয় রমজান খাঁকে। তিনি কোমখালী গ্রামের মো. আজিবর খাঁ’র ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনিও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।