বিএনপি নেতা ডনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যশোর জেলা বিএনপির সাবেক সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি জিয়াউল ইসলাম ডনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবদল এসব কর্মসূচি পালন করে। সন্ধ্যায় শহরের বেজপাড়াস্থ জিয়াউল ইসলাম ডনের বাসভবনের পাশে তারই প্রতিষ্ঠিত বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, প্রফেসর গোলাম মোস্তফা, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টায় কারবালা কবর স্থানে গিয়ে জিয়াউল ইসলাম ডনের কবর জিয়ারত করেন অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।