তুষারপাতে বিপর্যস্ত জাপান, গাড়িতেই আটকা হাজার ড্রাইভার

0

লোকসমাজ ডেস্ক॥ ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের নাগরিকদের জনজীবন। দুই দিন ধরে চলা তুষারপাত এতটাই ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে, এক হাজারেরও বেশি চালক দেশটির কানেটসু এক্সপ্রেসওয়েতে গাড়ির মধ্যেই আটকা পড়েছেন। জোশিনেটসু এক্সপ্রেসওয়েতেও একই ধরণের অবস্থা সৃষ্টি হয়েছে। সেখানে প্রায় তিনশ গাড়ি চালকসহ আটকা পড়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাতের কারণে মহাসড়কগুলোতে একাধিক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। এছাড়া তুষারপাতের কারণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দশ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটকে পড়া চালকদের মাঝে খাবার, তেল ও কম্বল সরবরাহ করছে। গত দুইদিন ধরে ভারি যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিকরা রাস্তাগুলো সচল করার চেষ্টা করছেন। তবে অব্যহত তুষারপাতের কারণে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। তুষারপাতে বির্যস্ত জাপানে পরিস্থিতি মোকাবেলা করতে দেশটির প্রধানমন্ত্রী ইয়োসিহিদে সুগা মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। একইসঙ্গে তিনি জনসাধারনকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।