একদিন বন্ধের পর আমদানি-রফতানি শুরু

0

লোকসমাজ ডেস্ক॥মহান বিজয় দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল থেকে বাংলাদেশ ও ভারতের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে গত বুধবার সরকারি ছুটি থাকার কারণে হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ ছিল। এতে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ছুটি শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের ভেতরে আমদানীকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারি দেয়াসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।