শার্শার গয়ড়ায় ঘোড়দৌড় অনুষ্ঠিত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের গয়ড়া মাঠে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনা, মাগুরা, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা সহ বিভিন্ন অঞ্চলের ১২টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় বাঁকড়ার তাহমিন এর ঘোড়া তুফান প্রথম স্থান, মাগুরার মফিজুরের আকাশ দ্বিতীয় ও নওয়াপাড়ার হাজী ওসমানের পাখি তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ীদের মাঝে প্রথম পুরুস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরুস্কার ৪ হাজার টাকা ও তৃতীয় পুরুস্কার ৩ হাজার টাকা দেওয়া হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ইদ্রিস আলী জানান, গয়ড়া গ্রামের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। শার্শা ও বেনাপোল এলাকার হাজার শ শ নারী, পুরুষ, শিশু, কিশোর ও যুবকেরা এ খেলা দেখতে আসে।