লোহাগড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কৃষকলীগ নেতার

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভার সরদার পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ সাহিদুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে সাহিদুর রহমান লিখিত বক্তব্যে জানান, তিনি সরদার পাড়ার কমলা বালা, অনিল কুমার কর্মকার ও সুশীল কুমার কর্মকারসহ বিভিন্ন জনের কাছ থেকে পাঁচটি রেজিস্ট্রি কবলা দলিলের মূলে ২৬ শতক জমি কিনে ৪২ বছর ধরে ভোগ দখলের মাধ্যমে বসবাস করে আসছিলেন। সম্প্রতি প্রতিবেশী সুশীল কুমার কর্মকার তাকেসহ অপর ৪ জনকে প্রতিপক্ষ করে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। মামলায় তফশিল বর্ণিত দাগ ও খতিয়ান নম্বর সাহিদুর রহমানের স্বত্ব দখলীয় দাগ ও খতিয়ান থেকে আলাদা। সুশীল কুমার প্রতিপক্ষ সাহিদুর রহমানের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন করে তাকে ভূমিদস্যু ও জালিয়াত হিসেবে আখ্যা দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে তার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে তিনি অভিযোগ এবং ন্যায়বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম মোর্শেদ, সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুর রহমান, যুবলীগ নেতা দিপুল হোসেন, ব্যবসায়ী স্বপন মোল্যা, কৌশিক আহম্মেদ প্রমুখ।