বাঘারপাড়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার বাঘারপাড়ায় ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইন সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খাতুন। সেমিনারে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা এস এম নুরুজ্জামান, বাঘারপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা রুহুল আমীন, যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তন্ময় দেবনাথ প্রমুখ।