বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যশোর শাখার নির্বাচন আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের ১৪টি পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শহরের মুসলিম একাডেমি স্কুল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘন্টা বিরতি দিয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৬ প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ অনুষ্ঠিত ১৪টি পদের মধ্যে সভাপতি পদে মোঃ জসিম উদ্দিন খান ও আবুল হাসান সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ মাসুদুর রহমান ও এবিএম জাকির উদ্দিন দোলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মোঃ নূর উদ্দিন খান ও আব্দুল খালেক এবং ৪টি যুগ্ম সম্পাদক পদে এম জাহিদ হাসান, এসএম নাসির উদ্দিন, মোঃ বসির আহমেদ সরকার, জয়ন্ত বসু, মোঃ শহিদুল ইসলাম ও মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৭টি পদে জহির উদ্দিন খান, শেখ আকবার হোসেন, সাইফুল ইসলাম, বিএম মাহমুদ হাসান আশিক, মোঃ আজিজুল ইসলাম, নাজমা চৌধুরী, রমিজ উদ্দিন ও এসএম হারুনার রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৩৫ জন ভোটার আজ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। এছাড়া আগে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে মোঃ মনিরুল হক ও ৪টি সহসভাপতি পদে প্রণব কুমার কুণ্ডু, মোঃ আলমগীর হুসাইন, মোঃ সরফরাজ হোসেন পান্না ও মোঃ কবির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম হেলাল।