শ্রম আইন বাস্তবায়নের দাবি যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের

0

বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের এক বিক্ষোভ মিছিল লালদিঘি পাড় থেকে শহর প্রদক্ষিণ করে প্রেস কাব যশোরের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। বর্জ্য সংগ্রহকারী ভ্যান চালক (বাঁশিওয়ালা) কাজে এনজিওদের অপতৎপরতা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, পরিচ্ছন্নতা শ্রমিকদের প্রবিধানানুযায়ী মজুরি প্রদান, ছাঁটাই বন্ধ ও অহরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকরি না দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। পথসভায় যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতি লাল হরিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক বিষ্ণু হরিজন, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, হরিজনরা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বংশপরমপরায় যশোর পৌরসভায় কাজ করে আসছে। পাক-ভারত উপমহাদেশের একটি নিস্পেষিত, নির্যাতিত, শোষিত, অবহেলিত, পশ্চাদপদ, অস্পৃশ্য, অচ্ছুত সম্প্রদায়ের নাম হরিজন। যশোর নামক এই নগরীর এবং এই পৌরসভার জন্মলগ্ন থেকেই হরিজনরা নগরীর মানুষের মলমূত্রসহ সকল প্রকার বর্জ্য-আবর্জনা পরিষ্কার করে নগর জীবনকে আধুনিক পর্যায়ে আনার েেত্র অবদান রেখে আসছে। কিন্তু আমাদের জীবনে নেই আধুনিকতার ছাপ। বাঁচার মত মজুরি নেই, বসবাসের উপযোগী বাসস্থান নেই। নেই শিা, চিকিৎসাসহ মৌলিক অধিকার ভোগের সুযোগ। হরিজনদের েেত্র প্রয়োগ হয়নি শ্রম আইন ও সরকারি নীতি-নির্দেশনা। কর্মে যন্ত্রের ব্যবহার আমাদের কাজের সুবিধার পরিবর্তে প্রতিনিয়ত কর্মহীনতা বৃদ্ধি করছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেই। নিজ উদ্যোগে কাজের ব্যবস্থা করতে গেলেও সামাজিক কারণে তা করতে পারা যায় না। ফলশ্রুতিতে হরিজনরা আজো অনগ্রসর সম্প্রদায় হিসেবে চিহ্নিত। আমাদের শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক নাই। গেজেট অনুযায়ী মজুরিসহ সুযোগ-সুবিধা পাচ্ছি না। এমনকি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সংবিধানানুযায়ী বিশেষ সুবিধা থেকে বঞ্চিত করে আসছে। কখনও ২২ টাকা, কখনও ৩৩ টাকা কখনও ৩৮ টাকা দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করে যাচ্ছে যা বর্তমানে ৫০ টাকা ১০০ টাকা দাঁড়িয়েছে।
নেতৃবৃন্দ এ অবস্থায় বর্জ্য সংগ্রহকারী ভ্যান চালক (বাঁশিওয়ালা) কাজে এনজিওদের অপতৎপরতা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, পরিচ্ছন্নতা শ্রমিকদের প্রবিধানানুযায়ী মজুরি প্রদান, ছাঁটাই বন্ধ ও অহরিজনদের পরিচ্ছন্নতা কাজে চাকরি না দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি