পলিথিনে মোড়ানো কৌটা খুলতে গিয়ে হাতের কবজি গেল যুবকের

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ খেজুর গাছের শুকনা পাতা (ঝোড়) আনতে গিয়ে বোমা বিস্ফোরণে বাম হাত উড়ে গেছে এক যুবকের। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের রাখালতলা মাঠে এ ঘটনা ঘটে। যুবক ইউনুস আলী ছোটন (২৮) গদাঘাটা গ্রামের ইয়াকুব আলি গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ছোটন তার মেঝ ভাই ও বাবার সঙ্গে জমিতে গোবর সার দেয়ার কাজে মাঠে যায়। ফেরার পথে ট্রলিতে খেজুর গাছের পাতা ভরছিলেন। এ সময় পাতার ভেতরে ছোটন একটি পলিথিনে মোড়ানো টিনের কৌটা দেখতে পেয়ে সেটি খোলার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গেই সেটি বিষ্ফোরিত হলে তার বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।