টেবিল টপারদের হারিয়ে পাঁচে উঠলেন মেসিরা

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি মৌসুমের শুরু থেকেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্বার বার্সেলোনা। কিন্তু ঠিক বিপরীত চিত্র ঘরোয়া স্প্যানিশ লা লিগায়। যে কারণে লিগের দশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকতে হয়েছে তাদের। তবে সবশেষ দুই ম্যাচ জিতে খানিক ভদ্রস্থ হয়েছে লিগ টেবিলে বার্সেলোনার অবস্থান। বুধবার রাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দল রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। নতুন কোচের অধীনে এই প্রথম আগে গোল হজম করেও কোনও ম্যাচ জিতল কাতালান ক্লাবটি। দলের জয়ে গোল দুইটি করেছেন জর্দি আলবা ও ফ্রেংকি ডি ইয়ং। তবে জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল, দীর্ঘদিন পর জমাট রক্ষণ রেখে দৃষ্টিনন্দন ফুটবল খেলতে দেখা গেছে বার্সেলোনাকে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সোসিয়েদাদ চ্যালেঞ্জ জানিয়েছে বারবার, তবে বিচলিত হয়নি বার্সার রক্ষণভাগ। প্রথমে গোল হজম করলেও শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে লিওনেল মেসির দল। নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে অন্তত ১৪বার সোসিয়েদাদের রক্ষণে হানা দিয়েছে বার্সা, কম যায়নি প্রতিপক্ষও, তারা আক্রমণে উঠেছে অন্তত ১২ বার। বল দখলের লড়াইয়েও খানিক এগিয়ে ছিল কাতালানরা। যদিও লক্ষ্য বরাবর শট সোসিয়েদাদের ছিল ৫টি, বার্সেলোনার ৪টি; যাতে গোলের দেখা মিলেছে দুইবার। ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিট সময় আধিপত্য নিয়েই খেলে বার্সেলোনা। সুযোগ আসে লিওনেল মেসি, পেদ্রিদের সামনে; অল্পের জন্য হাতছাড়া হয় সেগুলো। উল্টো ২৭ মিনিটের সময় পাওয়া প্রথম কর্নার থেকেই গোল করে নেয় সোসিয়েদাদ। সতীর্থ পর্তুর কাছ থেকে বল পেয়ে জালে জড়ান উইলিয়ান হোসে। লিডটা অবশ্য চার মিনিটের বেশি সময় ধরে রাখতে পারেনি সোসিয়েদাদ। ম্যাচের ৩১ মিনিটের সময় সমতা ফেরান আলবা। গোছানো আক্রমণে ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান এ স্প্যানিশ মিডফিল্ডার। ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বাকি কাজ সারেন এবং গোলটি উৎসর্গ করেন নিজের সন্তানের জন্য। বিরতিতে যাওয়ার আগেই জয়ের কাজ সেরে রাখে বার্সা। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার মিনিট দুয়েক আগে আরও একবার বার্সাকে গোল উৎসবে মাতান ডি ইয়ং। বাম পাশ থেকে আলবার ক্রস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে যান তিনি, অনায়াসে ডান পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন। শুরুতে অফসাইডের পতাকা উঠেছিল; তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি ম্যাচে। কিন্তু দারুণ দুইটি সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ডান দিক থেকে দুর্দান্ত এক শট নেন মেসি, ঠেকিয়ে দেন গোলরক্ষক। ঐ আক্রমণেই বাম পাশ থেকে ক্রস দেন আলবা, গোলমুখে ফাঁকায় পেয়েও সেটি জালে ঢোকাতে পারেননি ফরাসি স্ট্রাইকার অ্যান্তনিও গ্রিজম্যান। ফলে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই গোলের জয় নিয়ে। এ জয়ের পর টেবিলের পাঁচ নম্বরে উঠেছেন মেসি, আলবারা। এপর্যন্ত খেলা ১২ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। অন্যদিকে হেরে যাওয়ায় শীর্ষস্থান খুইয়েছে সোসিয়েদাদ, ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে তারা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১১ ম্যাচে ২৬।