কোহলিকে ‘ঘড়ির দিকে সজাগ দৃষ্টি’ রাখতে বললেন শচিন

0

লোকসমাজ ডেস্ক॥ টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করতে বছর পাঁচেক ধরে চলছে দিবারাত্রির ম্যাচ। গোলাপি বলে হয়ে থাকে এই দিবারাত্রির টেস্ট ম্যাচ। বিকালে এক সেশন এবং সন্ধ্যার পর খেলা হয় বাকি দুই সেশন। দিবারাত্রির টেস্টে বলের রঙ যেমন ভিন্ন, তেমনি পরিকল্পনাও সাজাতে হয় অন্যভাবে। এ বিষয়টি মাথায় রেখে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিশেষ পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। বৃহস্পতিবার অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাটিং করছে কোহলির ভারত। প্রথম সেশনে ৪১ রান করতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
স্টার স্পোর্টসে এক আলোচনা অনুষ্ঠানে কোহলিকে পরামর্শ দিয়ে ঘড়ির দিকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন শচিন। দিবারাত্রির ম্যাচে এমন সময় আসে যখন বোলাররা বাড়তি সুবিধা পায়। সেটি কাজে লাগাতে প্রয়োজনে ২০ রান কম করে হলেও ইনিংস ডিক্লেয়ার করে দেয়ার কথাই বলেছেন শচিন। যাতে করে প্রতিপক্ষে টপঅর্ডারদের চ্যালেঞ্জ জানানো যায়। শচিনের ভাষ্য, ‘গোলাপি বলের টেস্টে আমি যেমনটা দেখেছি, আপনাকে অবশ্যই ঘড়ির দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখন সূর্য ডোবার সময় এবং তাপমাত্রা কমতে থাকে এবং ঘাসে শিশির জমার সময়টা, তখন উইকেটে বাড়তি মুভমেন্ট পাওয়া যায়। তখন আপনাকে শুধু বোলারকে সম্মান করলেই হবে না, কন্ডিশনের দিকেও খেয়াল রাখতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘দিবারাত্রির টেস্টে দিনের প্রথম সেশনে আপনি সুযোগ নিতে পারেন এবং খানিক আক্রমণাত্মক খেলতে পারবেন। অস্ট্রেলিয়ায় হয়তো কলকাতার তুলনায় আরও পরে সূর্য অস্ত যায়। কলকাতায় আমার মনে হয়েছে, সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত সময়টা গুরুত্বপূর্ণ। তখন কন্ডিশনও মাথায় রাখতে হয়। পরে বল যখন ভিজতে থাকে, তখন আরামে শট খেলা যায়।’ এ কারণে দিবারাত্রির টেস্টে দ্বিতীয় সেশনের শেষভাগ থেকে শেষ সেশনের শুরুর দিকের সময়টায় ব্যাটিংয়ের চেয়ে বোলিং করার দিকেই কোহলিকে বেশি মনোযোগী হতে বলেছেন শচিন। যাতে করে ২০ রান বাড়তি করার চেয়ে প্রতিপক্ষের টপঅর্ডারের উইকেট তুলে নেয়া যায়। শচিন বলেছেন, ‘সম্ভবত দ্বিতীয় সেশনের শেষভাগ থেকে শেষ সেশনের শুরুর দিকটায় বোলিংয়ে বাড়তি কিছু করা যায়। এ সময়টায় ব্যাটসম্যান হিসেবে আপনাকে শান্ত থাকতে হবে এবং নিয়মের মধ্যে থেকে ব্যাটিং করতে হবে, আক্রমণাত্মক সত্তা খানিক দূরে রাখতে হবে।’ ‘আমি যখন কলকাতায় দিবারাত্রির ম্যাচে দলের সঙ্গে দেখা করেছিলাম, তখন তাদের বলেছিলাম, যদি হাতে ২ উইকেট থাকে, তাহলে ২০ রান বাড়তি করার দিকে মন দিও না। এর চেয়ে বরং প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটসম্যানের উইকেট নেয়ার কথা ভাবতে হবে। এতে হয়তো আপনি ২০ রান কম করবেন। কিন্তু উইকেট তুলে নিতে পারলে ১২০ রান বেঁচে যাবে।’