ক্ষোভে-দুঃখে আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিলেন আমির

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির অধীনে আর ক্রিকেট খেলা সম্ভব নয়- এমন ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন দেশটির ২৮ বছর বয়সী বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে পাঠানো এক সংবাদ সম্মেলনে কোনো কারণই উল্লেখ করা হয়নি। পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, মোহাম্মদ আমিরের আর কোনো ইচ্ছা নেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। ভবিষ্যতে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলেই পিসিবিকে জানিয়ে দিয়েছেন।’
পাকিস্তানের টিভি চ্যানেল সামা’র সঙ্গে এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির সরাসরিই বলে দিয়েছেন, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না তিনি। এমনকি টুইটারে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মোহাম্মদ আমিরের বক্তব্য দিয়ে পোস্ট করা বার্তায় জানা যাচ্ছে, তিনি এই ম্যানেজমেন্টের ওপর রাগে-ক্ষোভেই খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। নিউজিল্যান্ডে পাকিস্তান সফরের কোনো দলেই ঠাঁই হয়নি মোহাম্মদ আমিরের। এরই ফাঁকে শ্রীলঙ্কার এলপিএলে খেলছেন আমির। সেখান থেকেই সামা’র সঙ্গে সাক্ষাৎকারে আমির জানান, আর কয়েকদিন পরই পাকিস্তানে ফিরে আসবেন এবং আসার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন। তবে, এটুকু জানিয়ে দিয়েছেন, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তিনি ভিডিও বার্তায় বলেন, ‘আমার ওপর অনেক অবিচার করা হয়েছে।’ পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আমির। এর মধ্যে টেস্টে নিয়েছেন ১১৯ উইকেট, ওয়ানডেতে ৮১ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫৯ উইকেট।
২০০৯ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু তার। যাত্রাতেই বিশ্বকে কাঁপিয়ে দেয়া বার্তা দিয়েছিলেন। কিন্তু ২০১০ সালেই ফিক্সিংয়ের ফাঁদে পড়েন তিনি এবং যে কারণে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটান। নিষেধাজ্ঞা থেকে ক্রিকেটে ফিরে এলেও মাঝে-মধ্যে ঝলক দেখাতে সক্ষম হন। কিন্তু নিয়মিত নয়, যে কারণে পাকিস্তান দলেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। যদিও, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে বেশ বড় ভূমিকা রেখেছিলেন তিনি। একই সঙ্গে ২০১৯ বিশ্বকাপে ছিলেন অন্যতম সেরা উইকেট শিকারী। এরই মধ্যে গত বছর জুলাইতে (২০১৯ সালের জুলাই) আমির ঘোষণা দেন, তিনি আর টেস্ট খেলবেন না। শুধুমাত্র ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন। অবশেষে আজ রাগে-ক্ষোভে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই গুডবাই জানিয়ে দিলেন তিনি।