ইউক্রেনে গমের রফতানি মূল্য স্থিতিশীল, কমেছে ভুট্টার

0

লোকসমাজ ডেস্ক॥গমের রফতানি শুল্ক বাড়াতে যাচ্ছে রাশিয়া। একই সঙ্গে দেশটি কৃষিপণ্যটির রফতানিতে কোটা বেঁধে দেবে। এমন খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়তির পথে রয়েছে। রাশিয়াতেও আগের তুলনায় বেড়েছে গমের রফতানি মূল্য। তবে এর প্রভাব পড়েনি ইউক্রেনে। দেশটিতে কৃষিপণ্যটির রফতানি মূল্য স্থিতিশীল রয়েছে। মূলত রফতানি চাহিদা শ্লথ হয়ে আসায় দেশটিতে কৃষিপণ্যটির দাম বাড়েনি। তবে গমের স্থিতিশীল থাকলেও গত সপ্তাহে ইউক্রেনে ভুট্টার গড় দাম আগের তুলনায় কমেছে। দেশটির কৃষিপণ্যবিসয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্ম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও এজি ওয়েব।
বিশ্বের গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ইউক্রেন সপ্তম অবস্থানে রয়েছে। কৃষিপণ্যটির রফতানিকারকদের তালিকায় দেশটির অবস্থান বিশ্বে পঞ্চম। এপিকে-ইনফর্মের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে ইউক্রেনে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে রফতানিযোগ্য সাড়ে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন গম মানভেদে ২৫২-২৫৬ ডলারে বিক্রি হয়েছে। একইভাবে ইউক্রেনে রফতানিযোগ্য সাড়ে ১১ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন গম মানভেদে ২৫১-২৫৫ ডলারে বিক্রি হয়েছে। আগের সপ্তাহেও এ দুই গ্রেডের গমের রফতানি মূল্য একই ছিল।
আগামী বছরের শুরুতে রাশিয়া যদি গমের রফতানি শুল্ক বাড়ায় কিংবা রফতানিতে কোটা বেঁধে দেয়, তবে ইউক্রেনে কৃষিপণ্যটির চাহিদা ও দাম বাড়বে। তবে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বরং ইউক্রেনীয় গমের রফতানি চাহিদা শ্লথ রয়েছে। এ পরিস্থিতি দেশটিতে গমের রফতানি মূল্য স্থিতিশীল রেখেছে।
গত জুলাইয়ে ইউক্রেনে গমের ২০২০-২১ বিপণন মৌসুম শুরু হয়েছে। এ মৌসুমে সব মিলিয়ে ১ কোটি ৭৫ লাখ টন গম রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।
এদিকে সর্বশেষ সপ্তাহে ইউক্রেনে এফওবি চুক্তিতে রফতানিযোগ্য প্রতি টন ভুট্টা মানভেদে ২২৬-২৩০ ডলারে বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এপিকে-ইনফর্ম। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির রফতানি মূল্য টনে ৪ ডলার কমেছে।