মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৪

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবন থেকে পাচার করে আনা ২৫ কেজি হরিণের মাংস ও দুটি মোটরসাইকেলসহ ৪ হরিণ শিকারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার গভীর রাতে চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার বালুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। মোংলা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, একদল শিকারী সুন্দরবনের মায়াবি হরিণ শিকার করে উপকূলে এনে তা বিক্রি করছে এমন গোপন সংবাদ আসে মোংলা থানা পুলিশের কাছে। এ সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চাঁদপাই রেঞ্জের চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকায় অভিযান চালায় থানার টহলরত পুলিশের একটি দল। এসময় দু’টি মোটরসাইকেলে ব্যাগ ভর্তি হরিণের মাংস নিয়ে যাচ্ছিল ৪ পাচারকারী। পুলিশের টহলদল দেখে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। আটক পাচারকারীরা হচ্ছে-নাজমুল মল্লিক, অনিমেষ মন্ডল, চপতোষ মন্ডল, ও টিটো মন্ডল। তাদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে বন আইনের মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত হরিণের মাংস আদালতের নির্দেশনায় মাটি চাপা দিয়ে ধ্বংস করা হবে বলে জানান ওসি।