বেনাপোল কাস্টমসের সোনা চুরি মামলায় সাবেক গোডাউন ইনচার্জ বিশ্বনাথ আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বেনাপোল কাস্টমস হাউসের প্রায় সাড়ে ১৯ কেজি সোনা চুরির মামলায় গোডাউনের সাবেক ইনচার্জ ও সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ডুকে আটক করেছে সিআইডি পুলিশ। গত সোমবার তাকে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়। সিআইডি যশোর জোনের পুলিশ সুপার জাকির হোসেন জানান, ঢাকার সিআইডি পুলিশ গত সোমবার সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ডুকে আটক করে। মঙ্গলবার তাকে যশোরে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ওই মামলায় আটক সর্বশেষ গোডাউন ইনচার্জ সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদার গত ৯ ডিসেম্বর যশোরের আদালতে জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তিনি বলেছিলেন, ‘বিভিন্ন সময় ভোল্টের ইনচার্জের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা চাবি নিয়ে তাদের বাড়িতে যেতেন। তবে কখন কোন কর্মকর্তার কাছে থাকা চাবি নিয়ে কে বা কারা ডুপ্লিকেট চাবি তৈরি করে ভোল্ট থেকে সোনা চুরি করেছেন তা তিনি জানেন না। কিন্তু তিনি নির্দোষ।’ তার এই জবানবন্দির প্রেক্ষিতে সাবেক গোডাউন ইনচার্জ বিশ্বনাথ কুন্ডুকে সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে সূত্র জানিয়েছে।