ইয়াবা দিয়ে ফাঁসানো মামলা : সাক্ষীকে হাজির করতে ব্যর্থ হয়ে আদালতে ক্ষমা প্রার্থনা বাদী পুলিশ কর্মকর্তার

0

স্টাফ রিপোর্টার ॥ ইয়াবা দিয়ে যুবককে ফাঁসিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মামলার সাক্ষী আব্দুর জব্বারকে মঙ্গলবার ধার্যদিনে আদালতে হাজির করতে পারেননি বাদী পুলিশের এএসআই উজ্জল কবীর। এ জন্য তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন। আদালত তাকে সতর্ক করে দেন। সেই সাথে এদিন শুনানি শেষে আসামি রোহানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামি রোহানের জামিন মঞ্জুর করেন। আসামি রোহানের আইনজীবী মাহমুদ কবীর কাকন জানান, মঙ্গলবার সাক্ষী আব্দুর জব্বারকে হাজির করতে না পারায় বাদী পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবীর আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না বলে তিনি আদালতে অঙ্গীকার করেন। আদালত এ সময় তাকে সতর্ক করে দেন। এছাড়া শুনানি শেষে আদালত আসামি রোহানের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, মাদক মামলার সাক্ষী আব্দুর জব্বার সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে গত ২০ নভেম্বর শহরের পালবাড়িতে রোহান নামে এক যুবকের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে বিষয়টি ধরা পড়ে। ওই ফুটেজ আদালতে উপস্থাপন করে আসামি রোহানের জামিন আবেদন করেছিলেন অ্যাড. মাহমুদ কবীর কাকন। এর প্রেক্ষিতে প্রথমে সাক্ষী আব্দুর জব্বারকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ এবং পরে তাকে হাজির করতে বাদীকে আদেশ দিয়েছিলেন আদালত।