যশোরে কিশোর অপরাধী চক্রের মুসকান মদ্যপ অবস্থায় আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কিশোর অপরাধী চক্রের অন্যতম সদস্য হিসেবে আলোচিত লামিয়া ইয়াসমিন ওরফে মুসকান (১৯) এবার মদ্যপ অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছিলেন। গত সোমবার রাতে যশোর টাউন হল মাঠের সামনে থেকে তিনি আটকের পর তার বিরুদ্ধে মামলাও হয়। মঙ্গলবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তাকে জামিন দিয়েছেন বিচারক। লামিয়া ইয়াসমিন ওরফে মুসকান শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার জনৈক নান্নু মোল্যার মেয়ে।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে টাউন হল মাঠের গেটের সামনে অ্যালকোহল পান করে মাতলামি করছিলেন মুসকান। এ খবর পেয়ে পুরাতন কবসা পুলিশ ফাঁড়ির এটিএসআই সমাপ্ত বৈরাগী মদ্যপ অবস্থায় তাকে আটক করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় রাতেই মুসকানকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আাইনের ৩৬(৫) ধারায় কোতয়ালি থানায় মামলা করেন এটিএসআই সমাপ্ত বৈরাগী। পরদিন মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যালকোহল পান করে জনসাধারণকে বিরক্ত সৃষ্টির ধারায় দায়েরকৃত মামলার আসামি মুসকানকে জামিন দিয়েছেন আদালত। আলোচিত মুসকান দাবি করেন, পুলিশ লাইন টালিখোলা এলাকার ইব্রাহিম নামে এক বন্ধুর সাথে তিনি রাতে টাউন হল মাঠে বসেছিলেন। পরে ওই বন্ধু একটি মদের বোতল তার কাছে দেন রেখে দেওয়ার জন্য। বোতলে সামান্য পরিমাণ মদ ছিলো। মাঠের বাইরে যাওয়ার পর পুলিশ তাকে আটক করলে তার ব্যাগে মদের বোতলটি পায়। তিনি জানান, তার বিরুদ্ধে আরও একটি মাদকদ্রব্যের মামলা রয়েছে। মামলাটি ইয়াবা ট্যাবলেট সংক্রান্ত। তিনি আরও জানান, সিটি কলেজপাড়ার মিরাজ হোসেন আকাশ তার স্বামী। তার স্বামী আর এন রোডে ছোটখাটো ব্যবসা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, যশোর শহরের একটি কিশোর অপরাধী চক্রের অন্যতম সদস্য মুসকান। শংকরপুর, পশ্চিম বারান্দীপাড়া, পুরাতন কসবা টালিখোলা, লোন অফিসপাড়াসহ কয়েকটি এলাকার বেশ কয়েকজন কিশোর সন্ত্রাসী ওই চক্রের সদস্য। বেশ কিছুদিন আগে চক্রের কয়েক সদস্য এক কিশোরীকে দু’দফা ধর্ষণ করে। এ ঘটনায় কয়েকজন পুলিশের হাতে আটকও হয়।