নওয়াপাড়ায় শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চ’র উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ ৭১ এর গণপরিষদ সদস্য ও একাধিকবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ্ হাদীউজ্জামানের নামকরণে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মিত ‘শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চ’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এর উদ্বোধন করবেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম, প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা খান আলী আহম্মদ, শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া ইন্সটিটিউটের সভাপতি শিবু প্রসাদ সাহা, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ডা. মিনারা পারভীন, থানা বিএনপির সাবেক সভাপতি ফরাজী মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, মফিজ উদ্দিন, খান এ কামাল, বিষ্ণুপদ দত্ত, বিকাশ রায় কপিল, মোহাম্মদ আলী মোল্যা, পৌর কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, সাবেক কাউন্সিলর লুৎফর রহমান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিএম মনিরুজ্জামান মনি ও দেবাশীষ দাস নান্টু। উদ্বোধনের পর দোয়া পরিচালনা করেন, ক্বারী নজরুল ইসলাম। ৪০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ২০ ফুট উচ্চতার এ মঞ্চটি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন অভয়নগরের বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে।