যশোর জেলা বিএনপির বিজয় দিবসের কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে মনিহারস্থ বিজয় স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ১১টায় দলীয় কার্যালয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান এবং বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে নগর বিএনপির আয়োজনে আলোচনা সভা। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় সদর উপজেলা বিএনপির আয়োজনে বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকল কর্মসূচিতে দলের সর্বস্তরে নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।