বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যশোরে প্রকৃচির মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মানববন্ধন করেছে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) যশোর জেলা শাখা। জাতির পিতার সম্মান ‘রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানের আলোকে গতকাল সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তাগণ স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং অবমাননাকর বক্তব্য প্রদানের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। প্রকৃচি যশোর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- যশোর জেলা বিএমএ-র সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলাম বেনু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মোহিদুর রহমান, উপাধ্যক্ষ ডাঃ মোঃ আক্তারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বিএমএ-র সাধারণ সম্পাদক ডাঃ এমএ বাশার মীর্জা মোঃ ইফতেখার আলী। সঞ্চালনায় ছিলেন- প্রকৃচির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।