সাইত্রিশের মাশরাফির এমন পারফরম্যান্স, তার চোখে বিস্ময়

0

লোকসমাজ ডেস্ক॥ দীর্ঘ বিরতির পর মাঠে নেমে সফল মাশরাফি মুর্তজা। সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ‍প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ‍পেয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রতিযোগিতাটির ফাইনালে তুলেছেন তিনি জেমকন খুলনাকে। ৩৭ বছর বয়সে মাশরাফির এমন পারফরম্যান্স দেখে বিস্মিত অনেকেই। খুলনা কোচ মিজানুর রহমান বাবুলও হতবাক এই বয়সে মাশরাফির দুর্দান্ত পারফরম্যান্স দেখে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন করেছেন খুলনার ক্রিকেটাররা। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন খুলনা কোচ। সেখানেই উঠে আসে মাশরাফি প্রসঙ্গ।
এক প্রশ্নের জবাবে বাবুল বলেছেন, ‘মাশরাফিকে নিয়ে বলার কিছু নেই। মাশরাফি তো মাশরাফিই। এতদিন পরে এসে এরকম পারফরম্যান্স দিয়ে ৫ উইকেট নেওয়া। মাশরাফির এমন পারফরম্যান্স আমাদের দলের জন্য অনেক উপকার হয়েছে। আমরা তাকে লটারিতে পেয়েছি, তাকে পেয়ে আমাদের বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হয়েছে।’ দুর্দান্ত ফর্মে থাকা লিটন-সৌম্যকে ফিরিয়ে দারুণ শুরু করেছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত ৩৫ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্যারিয়ারেসেরা বোলিংয়ের পেছনে মাশরাফির অভিজ্ঞতাকেই সামনে আনলেন বাবুল, ‘মাশরাফি আরও বেশি অভিজ্ঞ, নতুন বলেও সে ন্যাচারালি চেঞ্জ অব পেস করতে পারে। লেগ কাটার, অফ কাটার মারতে পারে। এই অভিজ্ঞতা দিয়েই মাশরাফি কালকে (সোমবার) ৫ উইকেট নিয়ে নিয়েছে।’ মাত্র চারটি ম্যাচ জিতে প্লে-অফে সুযোগ পেয়েছিল খুলনা। অথচ ওই দলটিই কোয়ালিফায়ারে উড়িয়ে দিয়েছে গোটা টুর্নামেন্টে দাপট দেখানো চট্টগ্রামকে। দলের পারফরম্যান্স নিয়ে খুলনা কোচ বলেছেন, ‘ওভারঅল দল অনুযায়ী আমাদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। কিন্তু ফাইনাল আমরা খেলছি। সেমিফাইনালে এসে এরাই (জেমকন খুলনার ক্রিকেটাররা) আবার যে রকম করার কথা সেটা করেছে। কথায় আছে না যে, বড় প্লেয়াররা বড় জায়গায় খেলে।’ বাবুল মনে করেন, বিপিএলের আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মতো একটি টুর্নামেন্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, ‘এটা অবশ্যই ভালো হবে, বিপিএলের আগে এ টুর্নামেন্ট হলে। যারা ভালো পারফর্ম করবে, তাদেরকে দলগুলো পিক করবে। জাতীয় লিগে ভালো খেলে, প্রিমিয়ার লিগে ভালো খেলা ক্রিকেটারদের নিয়ে দল বাছাই করা সহজ নয়। কিন্তু কুড়ি ওভারের ফরম্যাট খেলে দল বাছাই করাটা অনেক বেশি কার্যকর।’