হরিণাকুন্ডুতে ব্রিজ না হওয়ায় হাজারো মানুষের ভোগান্তি চরমে

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সংস্কারের অভাবে জীর্ণ একটি ব্রিজ হাজারো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটি দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। তবুও সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপরে। আমাফান ঝড়ের পর থেকেই এই অবস্থা। কিন্তু সাধারণ মানুষের উপায় নেই তাই ঝুঁকি নিয়েই চলতে হয় প্রতিদিন। ব্রিজটি হরিণাকুন্ডু উপজেলার শাঁখারীদহ বাজার সংযোগ সড়কের দারিয়াপুর গ্রামে অবস্থিত। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে শত শত মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করেন। প্রায় এক বছর ধরে নির্মাণের অভাবে নড়বড়ে-জিরজিরে অবস্থায় পড়ে রয়েছে। নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের। চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জীবিকার তাগিদে গ্রামের মানুষ এই পথ দিয়ে হরিণাকুন্ডু উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করছে। এই পথে চলাচল করতে গিয়ে সবচে বেশি ভোগান্তির শিকার হচ্ছে রিক্সা, ইজিবাইক ও নছিমন চালকরা। তাদের দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়। এলাকাবাসী জানান, আম্ফান ঝড়ের পরের দিন ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়। কিন্তু এখনো কোন কাজ হয়নি। নিরুপায় হয়ে এলাকাবাসী বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তবে ব্রিজটি নির্মাণকারী সংস্থা এলজিইডি কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পর্কে তারা অবহিত আছেন। এ বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী জানান, ব্রিজটি দ্রুত নির্মাণ করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ব্রিজটি করা হবে।