শার্শায় বিএনপি নেতা শাহজাহান হকের ছেলের ইন্তিকাল,শোক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলাল হকের ছেলে শহিদুল ইসলাম ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহজাহান আলাল হক জানান, রবিবার দুপুরে তার একমাত্র ছেলে শহিদুল ইসলাম পিঠে ব্যথা অনুভব করেন। এ সময় স্থানীয় পল্লী চিকিৎসক তার বাড়িতে এসে শহিদুলকে গ্যাসের চিকিৎসা দেন। এর পরই শহিদুল বমি করতে করতে মারা যান। খবর শুনে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন নেতাকর্মী বিএনপি নেতা শাহজাহান আলাল হকের ক্যারালখালি গ্রামের বাসায় যান। এদিন বাদএশা ক্যারালখালি হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। নামাজে জানাজায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আলিম রেজা বাপ্পি, শার্শা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলহাজ আশরাফুল আলম বাবু, অ্যাড মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, শার্শা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। এদিকে, শার্শা উপজেলা বিএনপি নেতা শাহজাহান আলাল হকের একমাত্র ছেলে শহিদুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।